জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর ও নায়ক সাইফ আলী খান পুত্র তৈমুর আলী খান তারকাদের ঘরে জন্ম নিয়ে তারকা বনে গেছেন।
মাত্র ৮ মাস বয়সেই সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ছোট নবাব। তৈমুরের অনেক ছবি বিভিন্ন সময় ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। আর এবার পাপারাজ্জিদের কবলে পড়ে আবারও খবরের শিরোনামে তৈমুর।
Read More News
কারিনা বর্তমানে ব্যস্ত তার আসন্ন ছবি ‘ভির দি ওয়েডিং’ নিয়ে। তবে ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকলেও আদরের ধন তৈমুরকে কখনও কাছ ছাড়া করছেন না কারিনা। এর আগেও শ্যুটিংর জন্য মুম্বাই থেকে দিল্লি যাওয়ার সময় তৈমুরকে সঙ্গে নিতে দেখা গেছে কারিনাকে।
CoinWan Latest Banlga Newspaper