গতকাল সোমবার সাড়ে ৯টায় রাজধানীর মিরপুর থানার কাজীপাড়া মসজিদের পশ্চিম পাশে এক বাসা থেকে সায়েম (১৬) নামের কিশোরের লাশ উদ্ধার করা হয়। সে তার বাবার সঙ্গে ফুটপাথে একটি চায়ের দোকানে কাজ করত।
তার হাতে ছবি আঁকা ছিল, যা দেখতে ‘নীল তিমি’র মতো। সায়েম কথিত অনলাইন গেম ‘ব্লু হোয়েল’ খেলে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলা ধারণা করছে তার পরিবারের সদস্যরা।
এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার পরিদর্শক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সায়েমের লাশ উদ্ধার করেছে। গতকাল রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সায়েমের মৃতদেহের পাশে কোনো আত্মহত্যার চিঠি পাওয়া যায়নি।
Read More News
এ বিষয়ে নিহত সায়েমের এক বন্ধু আজ মঙ্গলবার সকালে জানায়, সায়েম তাদের সঙ্গে প্রায় প্রতিদিনই ক্রিকেট খেলত। মারা যাওয়ার আগের দিন রাত ১২টার দিকেও সায়েমের সঙ্গে দেখা ও কথা হয়েছে তাদের। সে সময় তাকে দেখে বা কথাবার্তা শুনে কোনো অস্বাভাবিক কিছু মনে হয়নি। সে আরো জানায়, সায়েম বন্ধুদের সঙ্গে সবসময় উৎফুল্ল থাকত। তাকে দেখে কখনোই সন্দেহজনক কিছু মনে হয়নি।
কাজীপাড়ায় সায়েমের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকাহত পরিবারের লোকজন বারবার কান্নায় ভেঙে পড়ছে। তার মা-বাবা কেউই কথা বলার মতো অবস্থায় নেই।
CoinWan Latest Banlga Newspaper