ব্লু হোয়েল গেইম নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। মানুষ যত এই গেইমের নাম শুনছে ততোই তাদের এই গেম নিয়ে আগ্রহ বেড়েই চলেছে। ব্লু হোয়েল গেইমে মৃত্যুর আশঙ্কা আছে জেনেও এই গেইমের প্রতি আগ্রহ একটু কম হয়নি বরং বেড়েছে। পুরো বিশ্ব ছাপিয়ে বাংলাদেশেও এই গেইমের প্রভাব পড়েছে ।
গুগলের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুসারে, বিশ্বব্যাপী অনলাইনে এই গেইমটি সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যেসব দেশে তার মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থানে অবস্থান করছে। তবে গত ৩০ দিনের গুগল তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশের বরিশাল বিভাগ থেকে এই গেইমটি সবথেকে বেশি ইন্টারনেটে সার্চ করা হয়েছে।
গত ১২ মাসে বিশ্বব্যাপী ইন্টারনেটে কি কি খোঁজা হয়েছে, তার উপর ভিত্তি করে ‘গুগল ট্রেন্ড রিপোর্ট’ নামের এ রিপোর্টটি তৈরি করেছে গুগল। এদিকে বিশ্বের তালিকায় প্রথম স্থানে আছে পাকিস্তান। ভারত ও নেপালের অবস্থান যথাক্রমে চতুর্থ ও পঞ্চম।
বিশেষজ্ঞরা বলছেন, হতাশাগ্রস্থ তরুণ তরুণীরাই এ গেমটি বেশি খুঁজছে। আর গুগলের তথ্য বলছে, গত দু’মাসে ইন্টারনেটে এ গেমটি খোঁজার হার আশঙ্কাজনকভাবে বেশি।
Read More News
ব্লু হোয়েল গেমে সাধারণত কিশোর-কিশোরীরাই বেশি আসক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অভিভাবকদের অনেক বেশি সতর্ক হতে হবে।
CoinWan Latest Banlga Newspaper