এক মাসেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিমের পালিত কন্য হানিপ্রীতকে গ্রেফতার করা হয়েছে। ৩৬ বছর বয়সী এই আলোচিত নারীকে মঙ্গলবার পাঞ্চাবের চান্দিগড়ের নিকটবর্তী হাইওয়ে থেকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা আরেক নারীকেও গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়ার আগে মঙ্গলবার সকালে একটি টিভি চ্যানেলের মুখোমুখি হন হানিপ্রীত। সেখানে তিনি তার বিরুদ্ধে উঠা বিভিন্ন অভিযোগ অস্বীকার করেন। এর ঘণ্টা খানিক পরই তাকে গ্রেফতার করে গোয়েন্দারা। আগামীকাল তাকে আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
Read More News
ধর্ষণের দায়ে রাম রহিমের দোষী সাব্যস্ত হওয়ার পর হরিয়ানায় ব্যাপক অশান্তি, বিদ্রোহে ইন্ধন দেওয়ার অভিযোগে যে ৪৩ জনকে ওয়ান্টেড হিসাবে খুঁজছিল পুলিশ, তাদের তালিকার একেবারে ওপরে ছিল হানিপ্রীতের নাম। বহু মানুষ সেদিনের সংঘর্ষে হতাহত হয়েছিলেন। এছাড়া তার বিরুদ্ধে রাম রহিমকে পালিয়ে যেতে সাহায্যের চেষ্টার অভিযোগও আনা হয়েছে।
CoinWan Latest Banlga Newspaper