ভারতের হরিয়ানার এই মেয়ে মানুষী চিল্লার সৌন্দর্য্য ও বুদ্ধিমত্তা দিয়ে বিশ্ব জয় করেছে। মুম্বাই বিমানবন্দরে পেয়েছেন গ্র্যান্ড ওয়েলকাম। পুরো ভারত তার প্রশংসায় মুখর।
কিন্তু মানুষীর ভবিষ্যৎ পরিকল্পনা কি ? মানুষী জানিয়ে দিলেন আমির খানের কাজ সবচেয়ে ভাল লাগে তাঁর। মিস্টার পারফেকশনিস্টের সঙ্গেই অভিনয় করতে চান। কারণ আমিরের সিনেমায় সমাজের নানা সমস্যা সুন্দরভাবে তুলে ধরা হয়। তাতে বাস্তবের স্পর্শ থাকে। এমন কাজই ভবিষ্যতে করতে চান তিনি।
প্রিয়াঙ্কাই মানুষীর সবচেয়ে পছন্দের অভিনেত্রী। তাঁর মতোই কাজ করতে চান তিনি। সেই সঙ্গে সমাজে নারীর ও শিশুদের কল্যাণের জন্যও কাজ করে যেতে চান। সরকার চাইলে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ আন্দোলনেও শামিল হতে আপত্তি নেই বলে জানান তিনি।
CoinWan Latest Banlga Newspaper