জুটি বাধলেন ইমন-বাঁধন

ছোটপর্দার কাজ নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন ইমন। অন্যদিকে ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী বাঁধন মাঝে বিরতি শেষে শুরু করেছেন কাজ। শুটিংয়ের ব্যস্ততার মধ্য দিয়েই তার সময় কাটছে। খুব শিগগিরই এই দু’জন শিল্পীকে আবারও দেখা যাবে একসাথে।

ইমন ও বাঁধনকে নিয়ে নির্মাতা কাজী সাইফ নির্মাণ তার দু’টি নতুন নাটক করলেন। ‘নিরুদ্দেশ ভালোবাসা’ ও ‘অদ্ভুত মায়াজাল’ শিরোনামে নাটকগুলো গল্প লিখেছেন সৈয়দ ইকবাল।

এ ব্যাপারে বাঁধন বলেন, তিনমাস পর ক্যামেরার সামনে দাড়ালাম। এখন থেকে ফের নিয়মিত কাজ করব। দুটি নাটকের গল্পই দারুন। আমি আর ইমন কাজ করলাম। ব্যক্তি জীবনেও ইমন আমার ভালো বন্ধু। ওর সঙ্গে কাজের বোঝাপড়াটাও ভালো। তাই কাজ করে ভালো লেগেছে।
Read More News

ইমন বলেন, অনেকদিন পর বাঁধনের সঙ্গে দুটি নাটকে কাজ করলাম। গল্পের প্রয়োজনেই আমরা জুটি হয়েছি। দারুন ভালো দুটি কাজ। আশা করি দর্শকরা নাটক দুটি দেখে আনন্দ পাবেন। এর আগে ২০১৫ সালে একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *