সিলেটের কানাইঘাটে টিলা কেটে পাথর তুলতে গিয়ে টিলা ধসে মাদ্রাসাছাত্রসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে কানাইঘাট উপজেলার কান্দলা গ্রামের বাংলাটিলা এলাকার লোভাছড়া নদীর তীরে পাথরকোয়ারিতে এ ঘটনা ঘটে।
নদীর তলদেশে পাথর তোলার সময় তীর থেকে টিলা ধসে পড়লে তার নিচে চাপা পড়ে মারা যায় ছয়জন। তারা হলো বাংলাটিলা এলাকার ইউনূস আলীর ছেলে জাকির (১৬), আলমাস মিয়ার দুই ছেলে নাহিদ (১৩) ও শাকিল (১২), মুসাব্বির আলীর ছেলে মারুফ (১৩), আনা মিয়ার ছেলে আবদুল কাদির (১৩) এবং আবদুল বারীর ছেলে সুন্দর আলী (৩৫)।
Read More News
নিহতদের মধ্যে প্রথম পাঁচজন ডাউকেরগুল নেসারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এবং সুন্দর আলী ওই এলাকার বাসিন্দা।
CoinWan Latest Banlga Newspaper