গত ১৬ নভেম্বর ছিল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই কন্যা আরাধ্য রাই বচ্চনের জন্মদিন। চলতি বছরের মার্চে ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাইয়ের মৃত্যুতে নিজের জন্মদিন ও মেয়ের জন্মদিন ধুমধামভাবে পালন করেননি তিনি। জন্মদিনকে অন্যভাবে পালন করতে অসুস্থ শিশুদের মাঝে ছুটে গিয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানেই বাবাকে মনে করে কান্নায় ভেঙে পড়েন তিনি। আর সে সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা। পাপারাজ্জিদের একের পর এক ছবি তুলতে দেখে মেজাজ আর ঠিক রাখতে পারেননি ঐশ্বরিয়া।
Read More News
মেয়ের জন্মদিন উদযাপন করতে স্মাইল ফাউন্ডেশন পরিদর্শন করেন ঐশ্বরিয়া। সেখানে জন্মগতভাবে ঠোঁট ও তালু কাটা শিশুদের সঙ্গে সময় কাটান তিনি। একই রকম সমস্যা নিয়ে জন্মেছিলেন ঐশ্বরিয়ার বাবাও। বাবার স্মরণে কেক কাটেন ঐশ্বরিয়া। হঠাৎ করেই আবেগে কান্নায় ভেঙে পড়েন তিনি। তখনই পাপারাজ্জিরা একের পর এক ছবি তুলতে থাকে ঐশ্বরিয়ার। আর রেগে যান তিনি। পাপারাজ্জিদের উদ্দেশে ঐশ্বরিয়া বলেন, ‘দয়া করে বন্ধ করুন। আপনারা কাজ কাকে বলে জানেন না। এটা ছবির কোনো প্রিমিয়ার নয়। এটা কোনো অনুষ্ঠানও নয়। দয়া করে আপনারা একটু সম্মান দিন।