রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানিয়েছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা’র পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছেছে। তিনি বলেছেন, প্রধান বিচারপতির পদ থেকে সুরেন্দ্র কুমার সিনহা’র পদত্যাগপত্র আমরা গ্রহণ করেছি।
এর আগে, শনিবার ভোর থেকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করেছে বলে খবর প্রকাশ হয়। তবে সরকারি কোনো মহলের কাছ থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা সম্ভব হচ্ছিল না। অবশেষে সব জল্পনার অবসান ঘটালেন রাষ্ট্রপতির প্রেস সচিব।
Read More News
প্রসঙ্গত, শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে কানাডার উদ্দেশে রওনা হওয়ার পূর্বে তিনি পদত্যাগপত্রে সই করেছেন বলে পারিবারিক সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ পায়।