অন্তর্বাস ও বিকিনির বিজ্ঞাপনে ক্রমশ রমরমা সেই চাহিদা কমছে নির্মেদ গড়নের মডেলদের। তার পরিবর্তে বাড়ছে স্থূলকার মডেলদের দাপট। এমন তথ্যই নিশ্চিত করছে ‘ভিক্টোরিয়া সিক্রেট’ এর মতো বিখ্যাত ফ্যাশন সংস্থা।
সম্প্রতি অন্তর্বাস ও বিকিনির শ্যুটে ঝড় তুলেছেন তাবরিয়া মাজরোস। ২৭ বছরের এই মডেল রীতিমতো স্থূলকার। কিন্তু নির্মেদ চেহারার মডেলদের পিছনে সরিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠছে এই মডেলের ছবিই। এই মডেলের জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে, তার নামে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে ‘কার্ভি গার্লস ক্যান রক’ নামে একটি হ্যাশট্যাগ ট্রেন্ডও চালু হয়ে গেছে বলে জানা গেছে।
Read More News
ভিক্টোরিয়া সিক্রেটের পক্ষ থেকেও জানানো হয়েছে, তাবরিয়ার জনপ্রিয়তায় পণ্যের বিক্রি এতটাই বেড়েছে, যে তারা অন্য কোনও মডেলের কথা ভাবতেই পারছেন না। শুধু তাই নয়, ভিক্টোরিয়া সিক্রেটের মতোই অন্যান্য পোশাক নির্মাণকারী সংস্থার তরফেও স্বীকার করে নেওয়া হচ্ছে যে। ক্ষীণকায় মডেলদের পিছনে ফেলে এখন এগিয়ে স্থূলকার মডেলরাই।
CoinWan Latest Banlga Newspaper