জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন নিরপেক্ষ করার নামে তথাকথিত সহায়ক সরকার মানে হচ্ছে খালেদা জিয়া ভূতের সরকার কায়েম করতে চায়। বাংলাদেশে কোনো ভূতের সরকার, অস্বাভাবিক সরকার, সামরিক সরকার আর হবে না।
আজ বিকেলে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত উপজেলা জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার অধীনে যারা নির্বাচন করবেন না বলে ফতোয়া দিচ্ছে তারা নির্বাচন বানচাল করতে চায়।
শেখ হাসিনাকে খালেদা জিয়ার মাফ করে দেয়া বছরের রাজনীতির সবচেয়ে বড় ঠাট্টা বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, শেখ হাসিনার কাছে আপনার মাফ চাওয়া উচিত মানুষ পোড়ানোর জন্য, যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নেবার জন্য।
Read More News
জনসভায় উপজেলা জাসদ সভাপতি মো. আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, ময়মনসিংহ-৬-ফুলবাড়ীয়া আসনের ১৪ দলের মনোনয়ন প্রার্থী, ময়মনসিংহ মহানগর জাসদ সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় সহ-সভাপতি আফরোজা হক রীনা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহহিল কাইয়ুম, ময়মনসিংহ জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, জাতীয় কৃষক জোট সাংগঠনিক সম্পাদক রতন সরকার, ময়মনসিংহ জেলা জাসদ যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, শামসুল আলম খানসহ প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা জাসদ সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম মাস্টার।