ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন রাহুল গান্ধী। এতদিন কংগ্রেসের সহসভাপতির দায়িত্ব পালন করেন তিনি। দলটির সভানেত্রী ছিলেন সোনিয়া গান্ধী।
আজ সোমবার বিকেল ৩টা পর্যন্ত কংগ্রেসের দলীয় সভাপতি পদে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল। রাহুল গান্ধী ছাড়া অন্য কেউই ওই পদের জন্য মনোনয়নপত্রই জমা দেননি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের প্রধান নির্বাচিত হয়েছেন তিনি।
কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের (সিইএ) চেয়ারম্যান মুলাপল্লী রামচন্দ্রন নতুন সভাপতির নাম ঘোষণা করেন।
Read More News
১৯ বছর পর ভারতের জাতীয় কংগ্রেসের প্রধান নেতৃত্বের বদল হলো আজ। এর আগে গান্ধী-নেহরু পরিবারের পাঁচ সদস্য এই পদে থেকেছেন। তাঁরা হলেন মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধী। ওই ধারা বজায় রেখেই রাহুল গান্ধী হলেন গান্ধী পরিবারের ষষ্ঠ সভাপতি।
আগামী ১৬ ডিসেম্বর সোনিয়া গান্ধী এই দায়িত্বভার তুলে দেবেন তাঁর ছেলে রাহুল গান্ধীকে। ২০১৯ সালে ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে নতুন নেতৃত্বের অধীনে লড়বে ভারতের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দলটি।
CoinWan Latest Banlga Newspaper