বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালের আইসিইউ বিভাগ চিকিৎসক না থাকায় মাত্র দেড় বছরের মাথায় বন্ধ হয়ে গেছে। এছাড়াও চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবলের অভাবে ব্যাহত হচ্ছে হাসপাতালের সেবা কার্যক্রম।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ২০১৬ সালের মার্চে চালু হয়েছিল নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ। কিন্তু চিকিৎসক না থাকায় গত ২৮ সেপ্টেম্বর বন্ধ করে দেওয়া হয় এটি।
ঝুঁকি জেনেও আইসিইউতে আসা সংকটাপন্ন রোগীদের জরুরি সেবা দিতে বাধ্য হচ্ছেন হাসপাতালের নার্স, ওয়ার্ডবয় ও সহকারীরা।
Read More News
শুধু আইসিইউতে নয় হাসপাতালের অন্য সব বিভাগেও চিকিৎসক সংকটে ক্ষোভ জানিয়েছেন রোগীর স্বজনেরা। চিকিৎসক নিয়োগে এরিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক।
স্বাস্থ্য বিভাগের হিসেবে, বরিশালের ৩৮৩টি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ৬৪ শতাংশ চিকিৎসকের পদই শুন্য। দ্রুত চিকিৎসক সংকট সমাধানে যথাযত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে বরিশালবাসী।