বৃষ্টিতে কয়েকশ’ একর আলুর বীজ নষ্ট

নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিনের বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে কয়েকশ’ একর জমির আলুর বীজ। চাষাবাদের শুরুতেই মূলধন হারিয়ে নি:স্ব হয়েছেন হাজারো কৃষক। কৃষি বিভাগ বলছে, তালিকা তৈরির পর ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে।

একসপ্তাহ আগে জমিতে আলুর বীজ রোপণ করেন কৃষকরা। কিন্তু বঙ্গোপসাগর সৃষ্ট নিন্মচাপের প্রভাবে শুক্রবার ও শনিবার চলা অবিরাম বৃষ্টিপাতে তলিয়ে গেছে একরের পর একর ক্ষেত।

ফলের মাটির নিচে রোপণ করা আলুর বীজ পঁচতে শুরু করেছে। এতে মূলধন হারিয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন হাজারো কৃষক। এ অবস্থায় বিভিন্ন সংস্থা থেকে নেয়া ঋণ পরিশোধ নিয়ে বিপাকে পড়েছেন তারা।

এক কৃষক জানান, আলুর বীজতলা এখন যে অবস্থানে আছে, এরপরও যদি বৃষ্টিপাত হয় তাহলে আমাদের বীজতলাগুলো টিকবে না।
Read More News

অন্য আরেক কৃষক জানান, বীজতলা রোপণ করার পর থেকে বৃষ্টি। এতে বীজতলায় নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। এই বীজতলায় করতে এনজিওর কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছে। বৃষ্টিতে আমার আলুক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আমি এনজিওর ঋণ কীভাবে শোধ করবো।

এদিকে বৃষ্টি বন্ধ না হওয়া নতুন করে আলুর বীজ কিনছেন না কৃষকরা। আর ব্যবসায়ীরা দাবি জানান এর ফলে আলুর বীজগুলো গুদামঘরে নষ্ট হয়ে যাচ্ছে।

কৃষি অধিদপ্তরের উপপরিচালক বলেন, ‘আমরা এখনো কৃষকদের ক্ষতির পরিমাণ করতে পারে নাই। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে আমরা সরকারে কাছে আবেদন করেছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *