সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই ৩৭ বছরের কারিনা কাপুরের অভিনয় ক্যারিয়ার নিয়ে গুঞ্জন শুরু হয়। কিন্তু সব গুঞ্জন এক নিমিষেই উড়িয়ে দেন কারিনা। হাতে গোনা কয়েকদিনই তিনি কাজ থেকে বিরত ছিলেন। সন্তান জন্মের দেড় মাস পরেই মঞ্চে তারকা মডেল হিসেবে ঝড় তুলেছেন। তার সন্তান তৈমুরের সম্প্রতি এক বছর পূর্ণ হয়েছে।
Read More News
এরইমধ্যে বিকিনি পরে ফটোশ্যুট করে ঝড় তুলেছেন কারিনা। তার ওই ফটোশ্যুটের বেশ কয়েকটি ছবি অনলাইনে ব্যাপক হারে ছড়িয়েছে। ভোগ ইন্ডিয়া সাময়িকীর জানুয়ারির সংস্করণের জন্য ছবিগুলো তোলা হয়েছিল। এতে বেশ আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন কারিনা।
CoinWan Latest Banlga Newspaper