সালমান খান ও ক্যাটরিনা কাইফের ‘টাইগার জিন্দা হ্যায়’ সাড়ে চারশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সালমানের দুর্দান্ত প্রত্যাবর্তেনর পাশাপাশি এই ফিল্মে জায়গা করে নিয়েছে ক্যাটরিনা দুরন্ত অ্যাকশন সিকোয়েন্সও।
Read More News
খোদ সালমানও ক্যাটরিনার প্রশংসা করতে ভোলেননি। জানিয়েছেন, ক্যাটরিনা অসাধারণ অভিনয় করেছে। অ্যাকশনের দৃশ্যে ওকে দারুণ সাবলীল দেখিয়েছে। পরিশ্রমে কোনও কমতি রাখেনি। বিশেষত যে দৃশ্যগুলোতে ও আমার স্ত্রী এবং শিশুশিল্পীর মায়ের ভূমিকায় অভিনয় করেছে, একটুও বেমানান মনে হয়নি ওকে।
CoinWan Latest Banlga Newspaper