স্থগিত হওয়া রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষা নিতে আইনগত কোনো বাধা না থাকায় বিজ্ঞাপন অনুযায়ী শুক্রবার ৮ ব্যাংকেরই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত বছর দেওয়া ওই নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে নিয়োগ পরীক্ষাসহ পরবর্তী কার্যক্রম পরিচালনা না করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের দেওয়া এই আদেশ শর্তসাপেক্ষে ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।
বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের করা এক আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।
এই আদেশের ফলে ওই তিন ব্যাংকসহ আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা ১২ জানুয়ারি নির্ধারিত সময়ে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব।
Read More News
তিন ব্যাংকের পরীক্ষা আটকে যাওয়ায় ওই তিনটি বাদে বাকী পাঁচ প্রতিষ্ঠানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিএসসি। এখন আইনি বাধা কেটে যাওয়ায় ৮ ব্যাংকেরই পরীক্ষা হচ্ছে।
CoinWan Latest Banlga Newspaper