অভিনেতা ইরেশ যাকের অভিনেত্রী, মডেল ও সংগীতশিল্পী মিথিলার ছোট বোন মিম রশিদকে বিয়ে করতে যাচ্ছেন। রবিবার রাজধানীর একটি পার্টি সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে।
এর আগে, শুক্রবার জমকালোভাবে তাদের গায়ে হলুদ ও মেহেদী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ওইদিন সন্ধ্যায় ইরেশ যাকেরের বনানীর বাসায় যেন উৎসবের বাঁধ ভেঙেছিল। বিয়ের কনে মিমও ছিলেন এই উৎসবে।
Read More News
গায়ে হলুদের অনুষ্ঠানকে আরও মাতিয়ে তুলতে নৃত্য পরিবেশন করেছেন মিমের বোন মিথিলা। এছাড়াও সংগীত পরিবেশন করেছেন পার্থ বড়ুয়া ও জয়িতা। পরিবারিকভাবেই গত ২৭ জানুয়ারি তাদের বিয়ের বিষয়টি পাকাপাকি হয়েছে বলে জানা গেছে।
CoinWan Latest Banlga Newspaper