গত বছর বিশ্ব সুন্দরীর মুকুট জেতেন মানুসি চিল্লার। তবে এত দিনে বলিউড অভিষেক না হলেও বিভিন্ন জনপ্রিয় সাময়িকীর জন্য ফটোশুটে দেখা গেছে তাঁকে।
সবকিছু থেকে ছুটি কাটাতে এখন ব্যস্ত তিনি। আর সেই ব্যস্ততার মাঝেই ভক্তদের উদ্দেশে ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করলেন মানুসি।
ছবিতে মানুসিকে সুইমিংপুলের পাশে কালো রঙের সাঁতারের পোশাক পরা অবস্থায় দেখা গেছে। ছুটিতে অনেকটা নির্ভার ছিলেন তিনি। হয়তো এ বছরই বলিউডের কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতে দেখা যেতে পারে মানুসি চিল্লারকে। করণ জোহরের পরিচালনায় তাঁকে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-২’ ছবিতে দ্বিতীয় নারী চরিত্র হিসেবে টাইগার শ্রফের বিপরীতে দেখা যেতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে মানুসি এখনো কিছুই জানাননি।
Read More News
তবে মানুসি চান, তাঁর অভিষেক আমির খানের বিপরীতে হোক। ভারতের একটি শীর্ষস্থানীয় দৈনিকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি আমির খানের ছবিতে কাজ করতে চাই। আমি মনে করি, সে চরিত্রের মাধ্যমে নতুন একটি চ্যালেঞ্জ ছুড়ে দেবে। একই সঙ্গে তাঁর ছবি একটি বার্তা দেয় এবং সমাজকে একই সূত্রে বাঁধে। তাই তাঁর সঙ্গে কাজ করাটা মজার হবে। তবে অভিনেত্রী হিসেবে আমার পছন্দ প্রিয়াঙ্কা চোপড়াকে।
CoinWan Latest Banlga Newspaper