দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পেয়েছেন। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘বিসর্জন’ ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।
এ ছাড়া ফিল্মফেয়ারে এবার সেরা চলচ্চিত্র ‘বিসর্জন’ ও সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন কৌশিক গাঙ্গুলি। ‘ময়ূরাক্ষী’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন প্রসেনজিৎ।
Read More News
গতকাল শনিবার কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান হয়। পুরস্কার পাওয়ার পর ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে জয়া আহসান নিজের ফেসবুক পেজে লিখেন, ‘আমাকে ভালোবাসার জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবারও ধন্যবাদ কৌশিক দাদা, অপেরা মোভিজ, ফিল্মফেয়ার এবং বিসর্জন ছবির পুরো টিমকে।’
জয়া আহসান তাঁর ভক্তদের উদ্দেশে আরো বলেন, ‘এর সবকিছুই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এবং আমার কাজের স্বীকৃতিও আমি পেয়েছি। এই সম্মাননা আমাকে আরো কাজ করতে উৎসাহিত করবে।’
এদিকে জয়া আহসান পুরস্কার পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবার কাছ থেকে পাচ্ছেন শুভেচ্ছাবার্তা।
CoinWan Latest Banlga Newspaper