স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সমাবেশ করার বিষয়ে বিএনপি অনুমতি চেয়েছে, বিষয়টি দেখবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে মুক্তিযোদ্ধা হুমায়ূন কবিরের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবন স্মৃতি-২’-এর প্রকাশনা উৎসবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যান সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি। গতকাল শুক্রবার সাংবাদিকদের বিষয়টি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
Read More News
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, বিএনপির কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না। সরকার কোনো শান্তিপূর্ণ সমাবেশ মিটিং সেটা রাজনৈতিক হোক, সামাজিক হোক কোনোটাতেই বাধা দিচ্ছে না। তিনি বলেন, অনুমতি দেওয়ার সময় আমাদের আবেদন থাকছে যাতে কর্মসূচি শান্তিপূর্ণভাবে করা হয়।
সম্প্রতি সভা-সমাবেশের ওপর ডিএমপি কমিশনার যে নিষেধাজ্ঞা জারি করেছেন তা এখনো প্রত্যাহার হয়নি। সেটা প্রত্যাহার হলে কোথায় সমাবেশ করলে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হবে না তা পুলিশ কমিশনার স্থির করবেন। তিনি বলেন, আবেদনের বিষয়টি দেখবেন ডিএমপি কমিশনার।
CoinWan Latest Banlga Newspaper