নব্বই দশকের জনপ্রিয় সংগীত তারকা সাবা তানি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকালে উত্তরার বাসায় বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে।
দীর্ঘদীন ধরে সাবা তানি নিম্ন রক্তচাপে ভুগছিলেন। গতকাল তিনি বাসায় একাই ছিলেন। নিউ ইস্কাটনে তাঁর মা বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন কাল।
Read More News
কাল রাত থেকে অনেকেই সাবা তানিকে ফোন করে পাননি। শেষে আজ সকালে বাসার কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে আত্মীয়রা বাসায় ঢোকেন। এ সময় সবাই তাঁকে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখেন।
সাবা তানির একমাত্র ছেলে এখন যুক্তরাজ্যে থাকেন। মৃত্যুকালে তিনি মা, দুই ভাই, দুই বোন ও এক ছেলে রেখে গেছেন।
আশি ও নব্বই দশকে টেলিভিশন ও মঞ্চে গান ও গজল গেয়ে জনপ্রিয়তা পান সাবা তানি। সাবা তানির বয়স হয়েছিল ৪৯ বছর।
CoinWan Latest Banlga Newspaper