বৃহস্পতিবার সারা রাত ‘ঠগস অফ হিন্দুস্থান’র শ্যুটিং করে শুক্রবার সকালেই বাড়ি ফিরেছিলেন অমিতাভ বাচ্চন। একথা নিজেই টুইটারে পোস্ট করে জানিয়েছেন ভক্তদের।
তবে এরই মধ্যে শুক্রবার সন্ধ্যায় অমিতাভকে স্থানীয় লিলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। কাঁধ ও শিরদাঁড়ায় যন্ত্রণা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অমিতাভ বাচ্চনকে। আপাত তিনি কেমন আছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
Read More News
এদিকে মুক্তি পেয়েছে অমিতাভ বাচ্চন ও ঋষি কাপুর অভিনীত ‘১০২ নট আউট’-এর টিজার। ইতিমধ্যে এই টিজারে ঋষি কাপুর ও অমিতাভের অভিনয় দেখে মুগ্ধ সিনেমাপ্রেমীরা।
CoinWan Latest Banlga Newspaper