অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি আছেন। তিনি কিডনি রোগে আক্রান্ত হয়েছেন।
গতকাল শনিবার সকালে তাঁর কিডনিতন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে।
তবে চিকিৎসক বলেছেন, তাঁর কিডনিযন্ত্রে পাথর ছিল অস্ত্রোপচার করা হয়েছে। আরো একটি অস্ত্রোপচার করতে হবে। সেটা তিন দিন পর করা হবে।
Read More News
গত বৃহস্পতিবার উত্তরার একটি শুটিং হাউসে সৈয়দ শাকিল পরিচালিত ‘সোনার শিকল’ ধারাবাহিক নাটকের শুটিং করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পরেন ঊর্মিলা। এরপর তাঁর দুই সহশিল্পী অপূর্ব ও শবনম ফারিয়া তাঁকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
CoinWan Latest Banlga Newspaper