জ্যাকুলিন ফার্নান্দেজ ‘রেস-৩’ এর শুটিং করতে গিয়ে আহত হয়েছেন আবুধাবি শহরে। স্কোয়াশ খেলার সময় আঘাত পান তিনি, আঘাত ছিল তার চোখের ওপরের অংশে। ঘটনার পর খুব দ্রুত তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে বর্তমানে সুস্থ আছেন জ্যাকুলিন।
Read More News
তবে বন্ধ আছে ‘রেস-৩’ এর শুটিং। রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস-থ্রি’ ছবিটিতে জ্যাকুলিন ছাড়াও আছেন সালমান খান, ববি দেওল, ডেইজি শাহ্, সাকিব সেলিম ও অনিল কাপুর। আসছে ঈদে মুক্তি পাবে ‘রেস-থ্রি’। জ্যাকুলিন ফার্নান্দেজ-এর হাতে আছে অনেকগুলো বড় বাজেটের ছবি।