ঢালিউডের নবাগত নায়িকা রাকা বিশ্বাস ও সাইফ খান অভিনীতি সিনেমা ‘প্রেমের কেন ফাঁসি’ মুক্তি পাচ্ছে আগামী ২০ এপ্রিল। ২০ মার্চ সিনেমাটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।
সিনেমাটির মুক্তির বিষয়ে পরিচালক আবু সুফিয়ান বলেন, ‘প্রেমের কেন ফাঁসি’ সিনেমাটি ২০ মার্চ সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। ২০ এপ্রিল সিনেমাটি মুক্তির জন্য প্রযোজক সমিতি থেকে নিবন্ধন করা হয়েছে। সব ঠিক থাকলে ২০ এপ্রিলই সারাদেশে মুক্তি পাবে। আশা করছি সিনেমাটিতে দর্শকদের কাছ থেকে সাড়া পাব।
Read More News
‘প্রেমের কেন ফাঁসি’ সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা উজ্জ্বল, সাদেক বাচ্চু, ড্যানি সিডাক, রেবেকা, শাহেন শাহ, শিমু আহমেদসহ আরও অনেকে।
CoinWan Latest Banlga Newspaper