পশ্চিম আফ্রিকার দেশ মালির দোয়েঞ্জা নামক স্থানে ভয়াবহ বোমা বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দুপুর আড়াইটায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, পিরোজপুর (৩৭ এডি রেজিঃ আর্টিঃ), ল্যান্স কর্পোরাল আকতার, ময়মনসিংহ (৯ ফিল্ড রেজিঃ আর্টিঃ), সৈনিক রায়হান, পাবনা (৩২ ইবি) সৈনিক (পাচক) জামাল, চাপাইনবাবগঞ্জ (৩২ ইবি)।
আহতরা হলেন কর্পোরাল রাসেল, নঁওগা (৩২ ইবি), সৈনিক আকরাম, রাজবাড়ি (৩২ ইবি), সৈনিক নিউটন, যশোর (১৭ বীর), সৈনিক রাশেদ, কুড়িগ্রাম (৩২ ইবি)।
Read More News
আইএসপিআর জানায় আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মালিতে নিয়োজিত অন্যান্য বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন।