নেপালে ইউএস বাংলার দুর্ঘটনায় আহত তিনজন (মেহেদী হাসান, তাঁর স্ত্রী সাইদা কামরুন নাহার স্বর্ণা ও মেহেদী হাসানের ফুফাতো ভাইয়ের স্ত্রী আলমুন নাহার অ্যানি) শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
আজ বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তিনজনকে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর তাঁরা কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।
Read More News
আগামী রোববার আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হবে বলে জানানো হয়।
তিনজনকে দেখার পর উপস্থিত সাংবাদিকদের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, মেহেদী হাসানের ঘাড়ে আঘাত, হাত কাটা ও পায়ে ফ্র্যাকচার রয়েছে। তাঁর স্ত্রী সৈয়দা কামরুন্নাহার স্বর্ণার পেটের বাঁ পাশে ব্যথা ও শ্বাসনালী দগ্ধ রয়েছে। আর অ্যানির ডান পায়ে ফ্র্যাকচার ও শ্বাসনালী দগ্ধ রয়েছে।
সামন্ত লাল সেন জানান, বিমান বিধ্বস্ত হওয়ার পর কালো ধোঁয়া স্বর্ণা ও অ্যানির শ্বাসনালীতে ঢোকার কারণে তাদের শ্বাসনালী দগ্ধ হয়েছে।
সবারই সাইকোলজিক্যাল ট্রমা রয়েছে উল্লেখ করে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘তিনজনের মধ্যে কাউকেই শঙ্কামুক্ত বলা যায় না। তাদের প্রাথমিকভাবে দেখা হয়েছে। আগামীকাল বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাদের শারীরিক অবস্থা বিস্তারিত জানা যাবে।’ তাদের পুরোপুরি সুস্থ হতে আরো ৬-৭ সপ্তাহ সময় লাগবে বলে জানান তিনি।
CoinWan Latest Banlga Newspaper