ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছে।
সমিতির সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে এ সমর্থন জানান।
মাকসুদ কামাল বলেন, কোটা সংস্কারের এ দাবি শিক্ষার্থীদের নৈতিক দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এ নৈতিক দাবিকে পূর্ণ সমর্থন জানাই।
Read More News
এ সময় আগামী ৭ মের মধ্যে কোটা সংস্কারের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে এ সমাধানের যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ঢাবি শিক্ষক সমিতির সভাপতি।
মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের এ আন্দোলনে পুলিশের বাড়াবাড়িকে সমর্থন করি না। এ সময় আন্দোলনে আহতদের রাষ্ট্র অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকেই হোক, তাদের চিকিৎসাসেবা দেওয়ার দাবি জানান তিনি।
উপাচার্যের বাসভবনে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়ে মাকসুদ কামাল বলেন, যারা এ হামলা চালিয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারে না। ২৫ মার্চ কালরাত এবং এর আগে যেসব হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই কায়দায় প্রশিক্ষিতদের দিয়ে এ হামলা চালানো হয়। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মানববন্ধনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক নিলীমা আক্তার, ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক জিয়াউর রহমান, অধ্যাপক ড. মুহম্মদ সামাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকসহ সমিতির নেতৃবৃন্দ।
CoinWan Latest Banlga Newspaper