সাবেক পর্নোতারকা এবং বলিউড নায়িকা সানি ফের বিয়ের পিড়িতে বসেছেন! তবে এবারও তার স্বামী ড্যানিয়েল ওয়েবারই।
নিজেদের সপ্তম বিয়েবার্ষিকীতে স্বামীর সঙ্গে বধূবেশে ছবি তুলেছেন সানি লিওন। আর সেটাই এমনভাবে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় যে, সবাই ধরেই নিয়েছেন সানি লিওন দ্বিতীয় বিয়ে করেছেন!
ছবির ক্যাপশনে সানি লিখেছেন, সাত বছর আগে এই দিনে ঈশ্বরকে সাক্ষী রেখে আমরা প্রতিজ্ঞা করেছিলাম, জীবনে যে বাধাই আসুক না কেন, একে অপরকে আমরা ভালোবেসে যাব। আজ আমি বলতে পারি, সেদিনের চেয়েও এখন আমি তোমাকে আরও বেশি ভালোবাসি। ড্যানিয়েল ওয়েবার, শুভ বিবাহবার্ষিকী।
Read More News
এই সাত বছরে নিজের গর্ভজাত সন্তানের মা না হলেও সানি এবং ড্যানিয়েল দত্তক গ্রহণ করেছেন তিনটি শিশুকে। তাদেরকে নিয়েই এখন সানি-ড্যানিয়েলের সুখের সংসার
CoinWan Latest Banlga Newspaper