নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের পথ ধরেই পরিচালনায় নাম লিখিয়েছেন তার বড় ছেলে নুহাশ হুমায়ূন। এরইমধ্যে একটি নাটক নির্মাণ করে বেশ প্রশংসা পেয়েছেন তিনি। আর এবার তিনি নির্মাণ করেছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘পেপার ফ্রগস’ বা ‘কাগজ খেলা’। পয়লা বৈশাখের রাতে যার প্রিমিয়ার হতে যাচ্ছে চ্যানেল আইয়ে। দেখানো হবে ব্যাক টু ব্যাক!
স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। পয়লা বৈশাখ রাত ৮টায় চ্যানেল আই-এ জেনারেশন এক্সক্লুসিভ প্রিমিয়ার হবে ‘কাগজ খেলা’। ১৫ মিনিট ব্যাপ্তীর এই চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আনাফ রহমান ও সাঁজবাতি।
Read More News
নিজের নির্মাণে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে নহুাশ বলেন, আমার শর্ট ফিল্মটি খুবই ব্যক্তিগত। আমার নিজের জীবন থেকে ইনস্পাইরেশন নিয়ে বানানো। আশা করছি দর্শকের এটা দেখলে ভালো লাগবে।
CoinWan Latest Banlga Newspaper