রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কামরুজ্জামান দুখু নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত দশজন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রোববার বিকেল ৫টার দিকে বেরাইদ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হতাহতদের উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Read More News
জানা গেছে, বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো. জাহাঙ্গীর আলম পক্ষের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর ভাগ্নে ফারুক পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।