মাধুরী দীক্ষিত উত্তেজনা প্রকাশ করেন ব্যক্তিগত ট্যুইটার হ্যান্ডেলে। সেখানে তিনি লেখেন, কেবলই অনিল কাপুরের সাথে ইন্দ্রকুমারের ছবি টোটাল ধালাম এর শুটিং শেষ করলাম। আর তার পরই এসে হাজির হলাম ‘কলঙ্কর’ সেটে। করণ জোহরের এই ছবিটি সত্যিই উত্তেজনাপূর্ণ। নিজেকে পরিপূর্ণরূপে উপস্থাপনের আশা রাখছি।
Read More News
প্রতিদিন কেউ ঘোষণা দেয় না যে ‘কলঙ্ক’ নির্মাণ হতে যাচ্ছে। এটি এমন একটি ছবি, যার কাস্টিং হলো ছয় তারকা। হ্যাঁ, করণ জোহরের ‘কলঙ্ক’র কথা বলা হচ্ছে। যার কাস্ট হলেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, সোনাক্ষী সিনহা, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট আর আদিত্য রয় কাপুর। ১৯৪০ সালের একটি ঘটনানির্ভর ছবিটির সুপার কাস্টিংই বলে দেয় এটি একটি ম্যাগনাম ওপাস হতে যাচ্ছে। আর এ ছবিতে নিজের সম্পৃক্ততায় দারুণ উত্তেজিত মাধুরী দীক্ষিত।
CoinWan Latest Banlga Newspaper