রাজধানীর মিরপুরে ‘সরকারী বাঙলা কলেজে’র পাশে সরকারি কলোনির একটি বাসা থেকে এক নারী ও তার দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় খবর পেয়ে কলোনির সি টাইপ কোয়ার্টারের চতুর্থ তলার বাসা থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের কোষাধ্যক্ষ জেসমিন আকতার, তার দ্বিতীয় শ্রেণি পড়ুয়া মেয়ে হাবিবা তাসনিম হিমি (৮) ও ছোট মেয়ে আবিদা তাসনিম হানি (৪)। নিহত নারীর স্বামী হাসিবুল ইসলাম সংসদ সচিবালয়ের কর্মচারী বলে জানা গেছে। নিহতদের শরীরের গলায় কাটা চিহ্ন রয়েছে। এছাড়া জেসমিনের পেটেও ছুরিকাঘাতের চিহ্ন আছে। তাদেরকে হত্যা করা হয়েছে নাকি অন্য কোন ঘটনা রয়েছে এ ব্যাপারে পুলিশ এখনও কোন মন্তব্য করেনি।
Read More News
দারুস সালাম থানার ওসি জানান, খবর পেয়ে আমরা বাসার দরজা ভেঙে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার করি। তবে বিষয়টি মা তার দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, তিনজনের গলা কাটা ছিল, জেসমিনের পেটেও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।
CoinWan Latest Banlga Newspaper