সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী অধ্যাপক ড. আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে আটটার দিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
আনোয়ারা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ছিলেন। এছাড়া অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ছিলেন।
Read More News
গত ১৪ এপ্রিল থেকে তিনি নিউমোনিয়া, অ্যাজমা এবং উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্চিলেন। বিশিষ্ট এই শিক্ষাবিদের মৃত্যুর খবরে তার শিক্ষার্থী, আত্মীয়স্বজন, স্বামীর বাড়ি মুন্সীগঞ্জে ও নিজবাড়ি নরসিংদীতে শোকের ছায়া নেমে আসে।
আজ রোববার সকাল ১০টায় তার শেষ কর্মস্থল উত্তরায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাদ জোহর প্রিয় কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বিশিষ্ট এই শিক্ষাবিদকে।
CoinWan Latest Banlga Newspaper