রাত ৮টার দিকে কারাগার থেকে মুক্তি পান সালমান। সালমানের মুক্তির খবরে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা। এ ছাড়া সালমানের সঙ্গে দেখা করতে হাজির হন ক্যাটরিনাসহ অন্য বলিউড তারকারা।
Read More News
ক্যাটরিনা ছাড়াও সালমানের সঙ্গে দেখা করতে এসেছিলেন সোনাক্ষি সিনহা, রমেশ তৌরানি, স্নেহা উলাল, পুনম সিনহা, ডেইজি শাহ ও অমৃতা আরোরা। সালমানের সঙ্গে দেখা করে ছবিও তুলতে দেখা যায় সোনাক্ষি সিনহাকে। হ্যাশট্যাগ ‘হাম সাথ সাথ হ্যায়’ দিয়ে সে ছবি ইনস্টাগ্রামে শেয়ার দেন সোনাক্ষি। যার ক্যাপশনে তিনি লিখেন, ‘প্রেরণা এবং প্রেরণার ক্ষেত্র। আমার সুরক্ষাকবচ। আমরা সবাই একসঙ্গে আছি, তোমাকে ফিরে পেয়েছি।’
CoinWan Latest Banlga Newspaper