বলিউডের নায়িকা শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা অভিনয়ের পারদর্শিতার জন্য খুব কম সময়ের মধ্যে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। মঙ্গলবার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি লাল রঙের নেটের গাউন পরা ছবি প্রকাশ করেন সোনাক্ষী। ছবিটিতে সোনাক্ষীর শারীরিক অবয়ব ফুটে উঠেছে। এরপরই শুরু হয় ভক্তদের সমালোচনা।
বলিউডে সোনাক্ষী সিনহার ক্যারিয়ারটা বেশ ভালোই যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই এই দাবাং তারকার পেশাদার জায়গাটা অনেকটা উল্টো পথে চলতে থাকে। কারণ সমসাময়িক অনেকের বলিউড অবস্থান তার চেয়ে ভালো।
এমনকি তার পরে এসেও সোনাক্ষীর চেয়ে ব্যস্ত অভিনেত্রী এখন অনেক রয়েছে। সোনাক্ষীর এই পিছিয়ে পড়ার কারণ হিসেবে তাকেই দায়ী করা যায়।
Read More News
এদিকে সর্বশেষ সোনাক্ষী অভিনীত ‘ইত্তেফাক’ ছবিটিও আশানুরূপ সাফল্য দেখাতে পারেনি বক্স অফিসে। কেউ কেউ বলছেন, হিট ছবি না দিতে পেরে এখন শরীর প্রদর্শন করে আলোচনায় থাকতে চাইছেন সোনাক্ষী।
CoinWan Latest Banlga Newspaper