সোমবার বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে শাকিব খান অভিনীত ‘চালবাজ’ ছবিটি। আগামী ২৭ এপ্রিল ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে। কলকাতার নির্মাতা জয়দ্বীপ মুখার্জী পরিচালিত এ ছবিতে শাকিব খানের নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী। গত ২০ এপ্রিল কলকাতায় ছবিটি মুক্তি পায়। একই দিনে বাংলাদেশেও ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
Read More News
‘চালবাজ’ ছবিতে আরও অভিনয় করেছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, কাজী হায়াত, হাসান ইমাম, আশিষ বিদ্যার্থী প্রমুখ।
‘চালবাজ’ ছবিটি প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। আর ভারত থেকে ছবিটি বাংলাদেশের দর্শকদের জন্য আমদানি করেছে এন ইউ ট্রেডার্স।
CoinWan Latest Banlga Newspaper