স্বনামধন্য সঙ্গীতশিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুল অসুস্থ। তার হার্টে ৮টা ব্লক ধরা পড়েছে। শীঘ্র তিনি বাইপাস সার্জারি করাবেন। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
তিনি জানান, আমি উল্লেখযোগ্যভাবে অসুস্থ। বাইপাস সার্জারি ছাড়া চিকিৎসা সম্ভব না। এরই মাঝে কাউকে না জানিয়ে আমি ইব্রাহিম কার্ডিয়াকের সিসিইউতে চারদিন ভর্তি ছিলাম। আগামী ১০ দিনের মধ্যে আমি আমার হার্টের বাইপাস সার্জারি করাতে প্রস্তুত রয়েছি।
CoinWan Latest Banlga Newspaper