এ বছর ঈদে সালমান খানের উপহার ‘রেস ৩’। টিপস ফিল্মস’র হাত থেকে এই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি এখন গেছে সালমান খান ফিল্মস’র হাতে। এবার আর আব্বাস-মাস্তান নয়, ‘রেস ৩’-এর পরিচালক রেমো ডিসুজা। আগামী ১৫ জুন মুক্তি পাবে এই ছবি।
রেমো এবং সালমান জুটি যে সম্পূর্ণ মেকওভার ঘটাতে চলেছে এই সিরিজের তার জলজ্যান্ত প্রমাণ ‘রেস ত’ ট্রেলার। রেস-অ্যাডভেঞ্চার ছবি হিসেবে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এখন একটি মাইলস্টোন। নতুন এই বলিউড ছবির ট্রেলার বলে দিল, যে সেই মাইলস্টোনকেই ছুঁতে চায় এই ভারতীয় ফ্র্যাঞ্চাইজি।
Read More News
রেসের মূল আকর্ষণ অবশ্যই সালমান খান কিন্তু এই ছবিতে ববি দেওল, অনিল কপূর, জ্যাকলিন ফার্নান্ডেজ ও ডেইজি শাহ-এর অ্যাকশন দর্শক টানবে।
 CoinWan Latest Banlga Newspaper
CoinWan Latest Banlga Newspaper