কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা

আজ রোববার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় অবস্থান করা বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

বিকেল ৪টার দিকে ওই বৈঠক শুরু হয়। শেষ হয় বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে।
Read More News

আজকের বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ও জামিন, তাঁর অসুস্থতা, ১৫ মে হতে যাওয়া খুলনা সিটি নির্বাচন এবং সমসাময়িক রাজনীতির বিষয়ে অবহিত করা হয় বলে বিএনপির একটি সূত্র জানিয়েছে।

জানা যায়, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, পাকিস্তান,ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, স্পেন, জাপান, রাশিয়ার কূটনীতিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপি নেতাদের মাঝে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য জেবা খান, তাবিথ আউয়াল, ব্যারিস্টার রুমিন ফারহানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *