আজ শেষ হলো ‘পদ্মাপুরাণ’ ছবির পথম পর্যায়ের শুটিং। গত ৭ তারিখ থেকে রাজশাহীতে টানা শুটিং করেছেন পরিচালক রাশিদ পলাশ। ছবিতে অভিনয় করছেন চম্পা, শম্পা রেজা, ডন, শিমুল খান প্রমুখ।
রাশিদ পলাশ বলেন,‘‘পদ্মা নদীর মাঝি’ ছবিতে দর্শক পর্দার মানুষের যে জীবন দেখেছেন এখন আর তা নেই। আগের মতো আর নেই পদ্মা নদী, এখন অনেকটাই খালে পরিণত হয়েছে, আগের মতো আর চড় ভাসেনা, মাছ আহরণ করে চলে না সেখানকার মানুষের জীবন। নদীর সাথে বদলেছে সেখানকার মানুষের জীবন-জীবিকার ধরন। দেখা গেছে ‘পদ্মা নদীর মাঝি’ ছবির কুবের চরিত্রটি হয়তো এখন ফ্লেক্সিলোডের ব্যবসা করে। আবার চম্পা আপার মতো যে চরিত্র ছিল সে হয়তো এখন মাদকদ্রব্য বিক্রি করে। আমি মূলত ‘পদ্মাপুরাণ’ ছবিটি পদ্মা নদীকেন্দ্রিক মানুষের জীবনের বর্তমান সময়টাকে নিয়ে নির্মাণ করছি।’
Read More News
রাশিদ পলাশ আরো বলেন, ‘আমরা টানা শুটিং করেছি রাজশাহীতে। গত ৭ তারিখ থেকে শুটিং শুরু করেছিলাম। এরই মধ্যে আমরা ছবির প্রথম পর্যায়ের শুটিং শেষ করেছি। কিছুদিনের মধ্যে আমরা দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু করব। ছবির নায়ক হিসেবে কে অভিনয় করছেন এখনই তা বলতে পারছি না। বাংলাদেশ থেকে নিতে পারি আবার কলকাতা থেকেও হতে পারে ছবির নায়ক। তবে আমরা কিছুদিনের মধ্যে তা নির্ধারণ করব।’
ছবিটির চিত্রনাট্য লিখেছেন রায়হান শশী, প্রযোজনা করছে পুণ্য ফিল্মস।
 CoinWan Latest Banlga Newspaper
CoinWan Latest Banlga Newspaper