পাকিস্তানের তাপমাত্রা এপ্রিল মাসেই ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে যা বিশ্বরেকর্ড বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ পাকিস্তানের সিন্ধু প্রদেশের নবাবশা শহরে গত সোমবার তাপমাত্রা ছিল ৫০.২ ডিগ্রি সেলসিয়াস।
ঘটনাটি প্রথম নজরে নিয়ে আসেন ফরাসি আবহবিদ ইতিএনে কাপিকিয়ান। তিনি বলেন, ‘এপ্রিলে এর আগে কখনও এত গরম পড়েনি। গোটা এশিয়াতে এটা রেকর্ড।’ এর আগে গত মার্চ মাসেও সর্বোচ্চ তাপমাত্রার দিক থেকে রেকর্ড গড়েছিল পাকিস্তানের এই শহরটি।
এদিকে আবহাওয়াবিদ ক্রিস্টোফার বার্ট জানান, ‘২০১১ সালের এপ্রিল মাসে মেক্সিকোর সান্তা রোজাতে তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস। তবে সে ব্যাপারে তেমন কোনও নির্দিষ্ট তথ্য নেই। তাই এটাই এপ্রিল মাসে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে।’
Read More News
স্বাভাবিকভাবেই এই অবস্থায় বিপাকে পড়েছে সেখানকার সাধারণ মানুষ। বিজ্ঞানীদের মতে, মানু্ষের কারণেই বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। আর এজন্যই এভাবে তাপমাত্রা বেড়ে চলেছে।
CoinWan Latest Banlga Newspaper