আগামীকাল বৃহস্পতিবার ১০ মে মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হলে আগামী রবিবার ১৩ মে থেকে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বুধবার ৯ মে দুপুরে টিএসসিতে মানববন্ধন কর্মসূচি চলাকালে পরিষদের আহবায়ক হাসান আল মামুন এ হুঁশিয়ারি দেন।
Read More News
এদিকে কোটা বাতিলে প্রজ্ঞাপনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিক্ষোভ শেষে টিএসসি এলাকায় প্রজ্ঞাপন জারির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে বেলা সাড়ে ১২টার দিকে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।