হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ কাশ্মীরা শাহ। বেশকিছু ছবিতেও অভিনয় করেছেন তিনি।
গত বছর সারোগেসির মাধ্যমে যমজ পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন কাশ্মীরা এবং তার স্বামী কৃষ্ণ অভিষেক।
কিন্তু কাশ্মীরার মা হওয়ার পথটা ছিল যন্ত্রণার। বহুদিন পর প্রকাশ্যে সেই স্মৃতি শেয়ার করেছেন অভিনেত্রী।
Read More News
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাশ্মীরা জানিয়েছেন, মা হওয়ার পর জীবন বদলে গিয়েছে তার। স্বাভাবিক পদ্ধতিতে মা হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। ১৪ বার ব্যর্থ হন। তারপর বেছে নেন সরোগেসির সিদ্ধান্ত।
কাশ্মীরা জানান, গত তিন বছর ধরে আমি কনসিভ করার চেষ্টা করছিলাম। কিন্তু ১৪ বার ব্যর্থ হয়েছিলাম। তারপর আইভিএফ ইনজেকশন নেয়া শুরু করি। মুড সুইং হতো। শরীরও খুব খারাপ হয়ে গিয়েছিল।
তবে মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়েছিলেন কাশ্মীরা। তার কথায়, অনেকে ভাবত ফিগার মেনটেন করার জন্য আমি স্বাভাবিক পদ্ধতিতে মা হতে চাই না। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল।
কাশ্মীরা মনে করেন, সব কিছুই তার জীবনে দেরিতে হয়েছে। তিনি মাও হলেন বেশি বয়সে। তবে তাতে কোনও দুঃখ নেই অভিনেত্রীর। কারণ দুই ছেলে এখন তার জীবন ভরিয়ে রেখেছে।
CoinWan Latest Banlga Newspaper