আজ শুক্রবার বিকেল থেকে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বাড়তে শুরু করেছে। বিকেল ৫টার দিকে হবিগঞ্জ শহর ঘেঁষে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। ফলে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ। নদীর শহরাংশের বাঁধ অনেকস্থান ঝুঁকিপূর্ণ থাকায় শহরবাসীর মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। পানি বৃদ্ধির কারণে শহরবাসীকে সতর্ক থাকারও আহবান জানানো হয়েছে।
Read More News
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েকদিন হবিগঞ্জে তেমন বৃষ্টিপাত না হলেও হঠাৎ করে বিকেল থেকে খোয়াই নদীর পানি বাড়তে থাকে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। দু’পাড়ের ফসলি জমি ও গাছপালা তলিয়ে গিয়ে খোয়াই নদীতে এখন প্রবল স্রোত বইছে। এতে করে আতঙ্কিত হয়ে পড়ে শহরবাসী।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে ভারতে প্রবল বর্ষণ হচ্ছে। ভারতের এই বৃষ্টির পানি খোয়াই নদীতে নেমে নদীতে প্লাবন সৃষ্টি করেছে। সন্ধ্যা সাতটা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জরুরি দুর্যোগ মোকাবিলায় প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। খোয়াই নদীর কোনো স্থানে লিকেজ সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে বালির বস্তা ফেলে মেরামত করা হবে।