ব্রিটেনের রাজপুত্র প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের বিয়েতে বিশ্বের নামীদামী ৬০০ ব্যক্তিদের সঙ্গে আমন্ত্রণ পেয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
বিবাহের অনুষ্ঠানে রাজকীয় সাজে সেজে সবাইকে অবাক করে দেন এই তারকা। শনিবার কয়েকজন বান্ধবীকে সঙ্গে নিয়ে বিয়েতে হাজির হন তিনি।
Read More News
প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল ব্রিটিশ রাজপরিবারের এই অনুষ্ঠানে ‘ল্যাভেন্ডার ভিভিয়েন্নে ওয়েস্টুড স্কার্ট স্যুট’ ও মাথায় স্টাইলিশ হ্যাট পরে সৌন্দর্যের জ্যোতি ছড়িয়েছেন তিনি।
প্রিয়াঙ্কার পোশাকটি ডিজাইন করেছেন ফিলিপ ট্রেসি। মূলত মেগান মার্কেলের বন্ধু হওয়ার সুবাদে এই বিয়েতে আমন্ত্রণ পান প্রিয়াঙ্কা। মেগান ও প্রিয়াঙ্কা একসঙ্গে‘কোয়ান্টিকো’র প্রথম মৌসুমে কাজ করেছিলেন।
CoinWan Latest Banlga Newspaper