ছোটপর্দার নায়িকা বাঁধন এবার নাম লেখালেন সিনেমায়। জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘দহন’-এর নায়িকা হিসেবে বড়পর্দায় অভিষেক ঘটছে বাঁধন-এর।
‘দহন’ সিনেমার দুই অভিনয়শিল্পী সিয়াম ও পূজা চেরির নাম আগেই ঘোষণা করা হয়েছিলো। চমক ছিলো তৃতীয় নায়িকাকে নিয়ে। এবার সেখানে ঘোষণা করা হলো বাঁধনের নাম।
বাঁধন জানান এই সিনেমার জন্য নিজেকে ছয়মাস ধরে প্রস্তুত করেছেন তিনি। কমিয়েছেন ১৬ কেজি ওজন। শিখেছেন বাইক চালানো।
Read More News
বাঁধন বলেন, ‘দহন ছবির গল্প এবং স্ক্রিপ্ট আমাকে মুগ্ধ করেছে। ছয় মাস ধরে ছবির জন্য নিজেকে প্রস্তুত করেছি। ১৬ কেজি ওজন কমিয়েছি। আরও ৫ কেজি কমানোর চেষ্টা করছি। ছবিতে নিজের চরিত্রের জন্য বাইক চালানো শিখছি। এর আগে আমি কখনো বাইসাইকেলও চালাইনি। এখন বাইক চালানো শিখতে হচ্ছে।’
‘দহন’ একটি সামাজিক ও রাজনৈতিক গল্পের ছবি। পরিচালনা করবেন রায়হান রাফি। আগামী ১৫ মে থেকে ‘দহন’ ছবির শুটিং শুরু হবে।
CoinWan Latest Banlga Newspaper