প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের ১০তলা ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দলটির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনের শুরুতেই ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় প্রধান শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতারা।
প্রতিষ্ঠার ৭০ বছরে এসে দলীয় কার্যক্রম চালানোর জন্য নতুন ভবনে উঠল দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ।
প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করেন দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
Read More News
এরপর, কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে ভবনের ভেতরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। ১০তলার বিশেষায়িত এই ভবনেই কেন্দ্রীয় আওয়ামী লীগের পাশাপাশি কর্মতৎপরতা থাকবে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর। নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ভবনের বিভিন্ন তলায় স্থাপিত অফিস পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান দলের নেতারা।