ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কনস্টেবল আল আমীনকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার রাতে ময়মনসিংহ পুলিশ লাইনস এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এর আগে শুক্রবার দিবাগত রাতে পুলিশ লাইনস উত্তরা বেড়িবাঁধ এলাকার বাসা থেকে পুলিশের সোর্স আবদুল মোতালেবকে ১২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মোতালেবকে আজ আদালতে উপস্থাপন করা হয়। তিনি ১৬৪ ধারায় আদালতে দেওয়া জবানবন্দিতে উল্লেখ করেন, পুলিম কনস্টেবল আল আমীন তাঁর কাছে ওই ইয়াবা বিক্রি করেছেন। পরে আজ রাত পৌনে ১০টার দিকে আল আমীনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গোয়েন্দা অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Read More News
পুলিশ কনস্টেবল আল আমীন ময়মনসিংহ মুখ্য বিচারিক হাকিম আদালতে কর্মরত ছিলেন।